কথা শুনে লিখে দেবে সেন্সভয়েস

প্রথম আলো প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২, ১৭:৪২

শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনে লিখে রাখেন অনেক শিক্ষার্থী। যত মনোযোগ দিয়েই করেন না কেন, পুরো বক্তব্য কিন্তু আর লেখা হয়ে ওঠে না। এ জন্য অনেকে আবার মুঠোফোনে কথা রেকর্ড করেন। পরে সুবিধামতো সময়ে অডিও শুনে খুঁটিনাটি তথ্য জানেন তাঁরা। তবে এতে সময় বেশ পেরিয়ে যায়। কেমন হতো, যদি কেউ অডিও ফাইলে থাকা সব কথা বাংলায় লিখে দিত। শুনতে অবাক লাগলেও অডিও ফাইলে থাকা বাংলা কথাগুলো আপনাকে লেখে দেবে ‘সেন্সভয়েস’।


কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বাংলা ভয়েস ট্রান্সক্রিপশন প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে সরাসরি মুখের কথা লেখায় রূপান্তর করা যাবে। অর্থাৎ আপনি কথা বলতে শুরু করলেই সেগুলো বার্তা আকারে দেখা যাবে। চাইলে ভিডিওর ক্যাপশনও দেওয়া যাবে। প্ল্যাটফর্মটি তৈরি করেছে দেশি প্রতিষ্ঠান ইনটেলসেন্স এআই লিমিটেড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও