করোনার উচ্চ ঝুঁকিতে বাংলাদেশের ১২ জেলা

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২, ১৬:৩৩

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অনুযায়ী, বুধবার অধিদপ্তর জানায়, ১০ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত তথ্যের ভিত্তিতে জেলাগুলোকে উচ্চ, মাঝারি ও কম ঝুঁকিপূর্ণ হিসেবে ভাগ করে যথাক্রমে রেড বা লাল, ইয়েলো বা হলুদ ও গ্রিন বা সবুজ অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে৷


নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ শতাংশের বেশি হলে লাল, ৩০ শতাংশের বেশি হলে গাঢ় লাল রঙে চিহ্নিত করা হয়েছে৷ ঢাকায় বুধবার থেকে গত এক সপ্তাহে করোনাভাইরাসের ৬২ হাজার ২১টি নমুনা পরীক্ষায় ১৭ হাজার ৪৩৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে৷ অর্থাৎ শনাক্তের হার ২৮ দশমিক ১১ শতাংশ৷ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে ঢাকা সর্বোচ্চ৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও