You have reached your daily news limit

Please log in to continue


গেম কোম্পানি কিনছে মাইক্রোসফট, সনির রেকর্ড দরপতন

যুক্তরাষ্ট্রের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট ভিডিও গেম কোম্পানি অ্যাকশন ব্লিজার্ড কেনার ঘোষণা দিয়েছে । এরপরই জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান সনির শেয়ারের দাম টোকিও ট্রেডে হু হু করে কমতে শুরু করেছে। বুধবার (১৯ ডিসেম্বর) সনির শেয়ারের দাম কমেছে ১৩ শতাংশ। ফলে ২০০৮ সালের অক্টোবরের পর এই প্রথম শেয়ারের এতো পতন দেখলো কোম্পানিটি। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ছয় হাজার ৮৭০ কোটি ডলারে অ্যাক্টিভিশন ব্লিজার্ড নামের কোম্পানিটি কিনবে মাইক্রোসফট। অ্যাক্টিভিশন ব্লিজার্ডের ওয়ারক্রাফ্ট, ওভারওয়াচ, কল অব ডিউটির মতো জনপ্রিয় গেম রয়েছে। এরপরই সনির বাজার মূল্য একদিনে দুই হাজার কোটি ডলার কমেছে। কারণ সনির প্লেস্টেশনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে মাইক্রোসফটের এক্সবক্স গেমিং।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন