কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সরকারের ওপর নির্বাচন কমিশনের কর্তৃত্ব থাকতে হবে

প্রথম আলো অ্যাডভোকেট জেড আই খান পান্না প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২, ১৫:৪৯

মন্ত্রিসভা বৈঠকে নির্বাচন কমিশন গঠনে খসড়া আইনের অনুমোদন দেওয়া হয়েছে। আইনমন্ত্রী জানিয়েছেন, নতুন নির্বাচন কমিশন এই আইন মেনেই হবে। খসড়া আইনে অনুসন্ধান কমিটির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের প্রস্তাব রাখা হয়েছে।


দেশের রাজনৈতিক দল ও অংশীজনেরা দীর্ঘদিন ধরেই নির্বাচন কমিশন গঠনে আইন করার দাবি জানিয়ে আসছিলেন। এ ক্ষেত্রে নাগরিক সমাজের যে দাবি, তাতে স্বাক্ষরকারীদের একজন আমি। সংবিধানের ১১৮ অনুচ্ছেদে বলা আছে, নির্বাচন কমিশন গঠনে আইন করতে হবে। কিন্তু আইন করার ব্যাপারে আমরা সুনির্দিষ্ট মতে আসতে পারিনি। কিন্তু আমাদের প্রত্যাশা হলো, এই আইনে জনগণের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে, যাতে নির্বাচনটা সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দরভাবে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও