কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আজ ‘অপু’র জন্মদিন

www.tbsnews.net প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২, ১৩:৩৮

প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের আজ ৮৭তম জন্মদিন। একইসঙ্গে অভিনেতা, নাট্যকার, বাচিক শিল্পী এবং কবি তিনি। অভিনয় করেছেন আড়াইশোরও বেশি ছবিতে। বাংলার দর্শকের মনে জায়গা করে নিয়েছেন 'অপু', 'ফেলুদা'র মতো কালজয়ী কিছু চরিত্রের মাধ্যমে।


সৌমিত্রর জন্ম ১৯৩৫ সালে কলকাতার মির্জাপুর স্ট্রিটে। হাইস্কুল থেকেই তার অভিনয় শুরু। নামকরা সব পরিচালকের সাথে কাজ করলেও সত্যজিতের সাথেই তার ঘনিষ্টতা ছিল বেশি। সত্যজিতের পরিচালনায় ১৪টি ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র।


সৌমিত্র–সত্যজিতের অভিনেতা–পরিচালকের রসায়ন বিশ্ব সিনেমার ক্যানভাসে তোশিবো মিফুনে–আকিরা কুরোসাওয়া, মার্সেলো মাস্ত্রিওনি–ফেদেরিকো ফেলিনি, রবার্ট ডি নিরো–মার্টিন স্করসিসি, লিওনার্দো ডি ক্যাপ্রিও–মার্টিন স্করসিসির কেমিস্ট্রির সঙ্গে তুলনা করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও