শ্যামপুরের ডাইং বর্জ্য বুড়িগঙ্গায়, পানিতে ক্ষতিকর পদার্থ
রাজধানীর বুড়িগঙ্গা নদীর শ্যামপুর অংশের পানিতে ক্ষতিকর রাসায়নিক উপাদানের উপস্থিতি পেয়েছেন গবেষকেরা। তাঁরা বলছেন, শ্যামপুরের ডাইং শিল্পের তরল বর্জ্য মিশে নদীর পানি প্রতিনিয়ত দূষিত হচ্ছে। এসব কারখানার বেশির ভাগের বর্জ্য শোধনাগার নেই। তরল বর্জ্য সরাসরি নদীতে পড়ছে। এ দূষণে শ্যামপুরের পানিতে উচ্চ মাত্রার তেল, গ্রিজ, ফেনল ও অ্যামোনিয়া পাওয়া গেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ কেন্দ্র (ক্যাপস) ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়াম একটি গবেষণাটি করেছে। গবেষণার ফলাফল তুলে ধরতে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শ্যামপুরের দোলেশ্বর ঘাটে ‘শ্যামপুরের ডাইং ইন্ডাস্ট্রি এবং নদীদূষণ’ শীর্ষক সংবাদ সম্মেলন হয়।
গবেষণায় বলা হয়েছে, শ্যামপুরের পানিতে অক্সিজেনের চাহিদা বেশি, কিন্তু পরিমাণ খুবই কম। এ ছাড়া শ্যামপুরের পানিতে উচ্চ মাত্রার ফেনল, তেল ও গ্রিজের উপস্থিতিও পাওয়া গেছে। পাশাপাশি উচ্চমাত্রার অ্যামোনিয়া পানিতে আছে, যা নদীর স্বাভাবিক বাস্তুতন্ত্রের জন্য ক্ষতিকর।