আবারও মেঘ আর ঝিরঝির বৃষ্টি আসছে

প্রথম আলো প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২, ২১:৪৩

আবারও ভূমধ্যসাগর থেকে আসা মেঘ বাংলাদেশের আকাশে হাজির হচ্ছে। ফলে এরই মধ্যে পঞ্চগড়, দিনাজপুর ও নওগাঁ ছাড়া দেশের অন্য জায়গা থেকে শৈত্যপ্রবাহ বিদায় নিয়েছে। এই মেঘমালার কারণে আগামী বৃহস্পতিবার কোথাও কোথাও ঝিরঝির ও হালকা বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামীকাল বুধবারের মধ্যে শৈত্যপ্রবাহের এলাকা আরও কমতে পারে। তবে সারা দেশে হালকা যে শীতের অনুভূতি আছে, তা অব্যাহত থাকবে। কারণ, তাপমাত্রায় কোনো বদল হবে না।


এ ব্যাপারে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, বুধবার থেকে দেশের বেশির ভাগ এলাকায় শৈত্যপ্রবাহ থাকবে না। হিমালয়ের পাদদেশে ভারতীয় অংশে ইতিমধ্যে একটি মেঘমালা ভেসে এসেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও