You have reached your daily news limit

Please log in to continue


১১ বার টিকা নিয়েছিলেন বৃদ্ধ, সেই বিহারেই ৫ বার ভ্যাকসিন নিয়ে বিতর্কে খোদ চিকিৎসক

ক’ দিন আগেই বিহারের (Bihar) বাসিন্দা ৮৪ বছরের এক ব্যক্তি দাবি করেন, তিনি গত একবছরে ১১ বার ভ্যাকসিন (Corona Vaccine) নিয়েছেন। এবার জানা গেল, বিহারের এক চিকিৎসক ৫ বার করোনার ভ্যাকসিনের ডোজ নিয়েছেন। ঘটনায় তুমুল বিতর্ক শুরু হয়েছে পাটনা (Patna) শহরে। 

পাটনার বাসিন্দা ওই চিকিৎসকের নাম বিবা কুমারী সিং (Dr Vibha Kumari Singh)। অভিযোগ, একজন চিকিৎসক হয়েও তিনি টিকাকরণের যাবতীয় নিয়ম ভেঙেছেন। ইতিমধ্যে পাঁচবার টিকা নিয়ে বসে আছেন তিনি। যদিও ওই চিকিৎসক দাবি করেছেন, তিনি নিয়ম মেনে এখনও পর্যন্ত মোট তিনবার ভ্যাকসিন নিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন