ছাগলের জায়গায় নরবলি দিলেন মাতাল ব্যক্তি!
সংক্রান্তির উৎসবে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করার কথা ছিল ছাগল। সেই অনুযায়ী একটি ছাগলকে ধরে বেঁধে দেওয়া হয়েছিল হাড়িকাঠে। কিন্তু খাঁড়ার ঘা সোজা গিয়ে পড়ল ছাগলকে ধরে রাখা এক ব্যক্তির মুখে। ছাগল বলির জায়গায় হল নরবলি!
রোববার (১৬ জানুয়ারি) ভারতের হায়দরাবাদের চিত্তুর জেলায় ঘটেছে অপ্রত্যাশিত এই ঘটনা।
সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, যে ব্যক্তির বলি দেবার কথা ছিল তিনি মদের প্রভাবে এতই মত্ত ছিলেন যে ছাগল ও মানুষে পার্থক্য করতে পারেননি। তাকে গ্রেফতার করেছে পুলিশ।
সংক্রান্তির দিন দেবতাকে ছাগল উৎসর্গ করা চিত্তুর জেলার ভালাসাপল্লির বহু দিনের রীতি। রোববার তেমনই পুজোপাঠ চলছিল। বলির জন্য উৎসর্গ করা ছাগলটিকে স্নান করিয়ে সিঁদুর মাখিয়ে হাড়িকাঠে এনে রেখেছিলেন সুরেশ। আসন্ন মৃত্যু টের পেয়েছিল ছাগলটিও। তারস্বরে চিৎকার করছিল। বাজনা বাজছিল চারদিকে। এই অবস্থায় মদের ঘোর ভেঙে জেগে ওঠেন চালাপতি। হাতে বিশাল খাঁড়া নিয়ে উঠে দাঁড়ান।