কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশে শকুন কেন ক্রমাগত কমছে? বাঁচাতে কী করা হচ্ছে?

বিবিসি বাংলা (ইংল্যান্ড) প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২, ১২:৩৫

শকুন রক্ষায় বাংলাদেশের সরকার বিশেষ পদক্ষেপ নেয়া সত্ত্বেও প্রতি বছর কমছে মহাবিপন্ন এই প্রাণীটির সংখ্যা। বাংলাদেশে সর্বশেষ ২০১৪ সালের শুমারি বলছে, এই মুহূর্তে দেশটি মোটে ২৬০টি শকুন রয়েছে। সবগুলোই বাংলা শকুন। এ প্রজাতি ছাড়াও দেশে আরো পাঁচ জাতের শকুন দেখা যায়। কিন্তু সেসব প্রজাতির শকুন অনিয়মিত ভিত্তিতে দেখা যায়।


প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক ইউনিয়ন আইইউসিএন বলছে, শকুন এখন সংস্থাটির লাল তালিকাভুক্ত প্রাণী। এর মানে হচ্ছে, প্রকৃতি থেকে যদি কোন প্রাণীর মোট সংখ্যার ৯০ শতাংশই হারিয়ে গিয়ে থাকে তাহলে সেটি রেডলিষ্ট বা লাল-তালিকাভুক্ত প্রাণী হয়। আইইউসিএন বলছে, এ মাসেই বাংলাদেশে আরেকটি শকুন শুমারি শুরু হয়েছে, যা চলবে মার্চ মাস পর্যন্ত। শুমারি শেষে বলা যাবে, দেশে শকুনের বর্তমান সংখ্যা কত আর তাদের প্রজননের কী অবস্থা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও