সংক্রমণ কমেছে পশ্চিমবঙ্গে
ভারতের পশ্চিমবঙ্গে সংক্রমণের হার এক ধাক্কায় অনেকটাই কমেছে। ওই রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৩৮৫ জন।একদিন আগেই এই সংখ্যা ছিল ১৪ হাজার ৯৩৮। সংক্রমণের হার কমলেও মৃত্যু হার সেভাবে কমেনি। ওই রাজ্যে নতুন করে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৩৩ জনের।
কলকাতা পৌরসভা এলাকায় করোনা সংক্রমণের হার অনেকটাই কমেছে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। পৌরসভায় দীর্ঘ বৈঠকের পর তিনি বলেন, সংক্রমণ কমার কারণে কনটেনমেন্ট জোন কমে হয়েছে ৩৩।
তবে এজন্য কোভিড বিধিনিষেধে কোনো শিথিলতা আনা হবে না বলেও উল্লেখ করেন তিনি। পৌরসভা এলাকায় টিকা কর্মসূচি নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি। আগামী ২০ জানুয়ারি স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন বলে জানিয়েছেন তিনি।