কোভিডে আক্রান্ত হয়ে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে যৌনাঙ্গের সংক্রমণ
দেশ এবং রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমশই বাড়াচ্ছে উদ্বেগ। সাম্প্রতিক করোনা-স্ফীতিতে হাসপাতালগামী রোগীর হার তুলনামূলকভাবে কম। গলা ব্যথা, হালকা জ্বর, সর্দি-কাশির মতো মৃদু উপসর্গ নিয়ে অধিকাংশ রোগীই নিভৃতবাসে রয়েছেন। আক্রান্তদের একাংশ আবার উপসর্গহীন। করোনা সংক্রমণ প্রতিরোধে আক্রান্ত থাকাকালীন অনেকেই ভরসা রাখছেন অ্যান্টিবায়োটিকে। অ্যান্টিবায়োটিক প্রাথমিক ভাবে সংক্রমণ রোধ করলেও পরবর্তী কালে এর প্রভাবে শরীরের নানা শারীরিক জটিলতা দেখা দেয়। তার মধ্যে অন্যতম যৌনাঙ্গের সংক্রমণ।
কোভিড মুক্ত হওয়ার পর অনেকেই এই ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। আক্রান্ত থাকাকালীন অনেকেই দ্রুত সুস্থ হওয়ার লক্ষ্যে এবং শারীরিক উপসর্গগুলির প্রতিরোধে অ্যান্টিবায়োটিক সেবন করেছেন। সুস্থ হওয়ার পর গোপনাঙ্গের ত্বকে র্যাশ, চুলকানির মতো বিভিন্ন সংক্রমণ জনিত উপসর্গ দেখা দিচ্ছে। মনে করা হচ্ছে অ্যান্টিবায়োটিকের প্রভাবেই এমনটি হওয়ার সম্ভাবনা প্রবল।
- ট্যাগ:
- লাইফ
- যৌনাঙ্গ
- অ্যান্টিবায়োটিক
- করোনার প্রভাব