গরুর চোখে ভিআর!

বাংলা ট্রিবিউন যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২, ১২:০২

ভার্চুয়াল রিয়েলিটিতে যত দুর্দান্ত প্রযুক্তিই আসুক, মানুষ ঠিকই জানে কোনটা আসল জগৎ, কোনটা নকল। কিন্তু গরু কি আর সেটা বোঝে! এই আইডিয়াটাই কাজে লাগিয়েছেন তুরস্কের খামারি ইজ্জত কোকাক। গরুর চোখে ভিআর চশমা পরিয়ে গরুকে বোঝাচ্ছেন, তোমরা সবুজ একটা মাঠেই চরে বেড়াচ্ছো। খড়-বিচুলি খেলেও গরুরা ‘মনে করছে’ তারা আসলে সবুজ ঘাসই খাচ্ছে। আর এতে নাকি আগের চেয়ে ঢের বেশি দুধ দিচ্ছে ওরা!


গরুদের শান্তশিষ্ট রাখতে গান শোনানো হলে দুধও বেশি পাওয়া যায়, এমনটা জানিয়েছিলেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লাইচেস্টারের গবেষকরা। তখন খামারের বাসিন্দাদের জন্য হালকা মেজাজের সংগীতের আয়োজন করেছিলেন কোকাক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও