![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-01%252Fd8fd0197-2771-4d53-bbb6-b77028616491%252Ftonga_1.jpg%3Frect%3D0%252C50%252C960%252C540%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
সুনামিতে বিচ্ছিন্ন টোঙ্গা, ব্রিটিশ নারীর লাশ উদ্ধার
পানির নিচে অগ্ন্যুৎপাত থেকে সৃষ্ট সুনামিতে প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গা যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার সুনামিতে ভেসে যাওয়া ব্রিটিশ এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীর ভাই এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন। খবর বিবিসি ও এএফপির
স্থানীয় সময় গত শুক্রবার টোঙ্গায় পানির নিচে আগ্নেয়গিরির বিস্ফোরণ হয়। প্রতিবেশী দেশগুলোতেও ক্ষয়ক্ষতি হয়েছে।