ইন্টারনেট সেবাকে তথ্য-প্রযুক্তি সেবার অন্তর্ভুক্ত করার দাবি
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২, ১০:২১
ইন্টারনেট সেবা ব্যবসাকে তথ্য-প্রযুক্তি এবং এসংক্রান্ত সেবা খাতে (আইটি/আইটিইএস) অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি। গত রবিবার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সঙ্গে সাক্ষাৎ করে এসব দাবি উপস্থাপন করা হয়।
একই সঙ্গে প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার সরঞ্জাম— রাউটার, ফাইবারের ওপর থেকে বিলাসী বা ক্ষতিকর পণ্যের মতো বিদ্যমান উচ্চ শুল্ক ৫ শতাংশে নামিয়ে আনার আহবানও জানিয়েছে সংগঠনটি।