কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শূকরের হৃৎপিণ্ড পাওয়া বেনেট ছিলেন জেলখাটা আসামী!

www.tbsnews.net প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২, ২১:২৫

ডেভিড বেনেট বিশ্বের প্রথম ব্যক্তি যার শরীরে সম্প্রতি সফলভাবে শুকরের হৃৎযন্ত্র প্রতিস্থাপিত হয়েছে। কিন্তু বেনেট নাকি একজনকে সাত বার ছুরি মেরে আহত করেছিলেন! ফলাফলে ওই ব্যক্তি পক্ষাঘাতগ্রস্ত হন এবং ধুঁকে ধুঁকে জীবনের শেষ দিনগুলো পার করেন বলে অভিযোগ তুলেছে আহত ব্যক্তি এডওয়ার্ড শুমেকারের পরিবার।


বেনেটের বয়স এখন ৫৭ বছর। এডওয়ার্ডের বোন লেসলি শুমেকার ডাউনি রেডিও ফোরের একটি শোতে বেনেটকে দোষী সাব্যস্ত করেন।


লেসলি বলেন, আমার ভাই ঐ ঘটনার পরে শারীরিক জটিলতার মধ্য দিয়ে গিয়েছেন এবং দীর্ঘ দুই দশক ভোগার পরে ২০০৭ সালে তিনি মারা যান।



কিন্তু সার্জারি পরিচালনাকারী টিমের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কারো আগের জীবনের ক্রিমিনাল রেকর্ড কোনোদিন তাকে চিকিৎসা না দেওয়ার কারণ হতে পারে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও