শর্টকাটে দ্রুত কাজ করুন ওয়েবে

প্রথম আলো প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২, ২১:০৮

কম্পিউটারে মাউসের বদলে কি–বোর্ড দিয়েও ওয়েব ব্রাউজারের বিভিন্ন কাজ করা সম্ভব। কি–বোর্ডের শর্টকাট কি ব্যবহার করলে দ্রুত ওয়েবসাইট চালু বা বন্ধের পাশাপাশি বিভিন্ন কাজ করা যায়। এখানে দেখে নিন দরকারি সাতটি শর্টকাট।


১. ওয়েবসাইটের ঠিকানা লেখার সময় ডব্লিউডব্লিউডব্লিউ (www) এবং ডটকম (.com) লিখতে একসঙ্গে Ctrl+এন্টার চাপতে হবে।


২. কম্পিউটারে থাকা কোনো ফাইল খোলার জন্য Ctrl+O


৩. ব্রাউজারে থাকা সার্চ ইতিহাস দেখার পাশাপাশি মুছে ফেলার জন্য Ctrl+Shift+Delete

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও