![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fafdc-20220117204848.jpg)
নির্বাচনী গানে নেচে এফডিসি মাতালেন রিয়াজ-নিপুণরা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২, ২০:৪৮
আসন্ন শিল্পী সমিতির নির্বাচন এরই মধ্যে জমে উঠেছে। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত শিল্পীদের আসা-যাওয়ায় জমজমাট বিএফডিসি। সোমবারও (১৭ জানুয়ারি) উপস্থিত ছিলেন অনেক প্রার্থী।
এদিন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের নির্বাচনী প্রচারস্থান থেকে নির্বাচনের জন্য লেখা গান বাজানো হয়েছে। সে গানের সঙ্গে রিয়াজ, নিপুণ, ডি এ তায়েব, ডন, ইমনসহ অনেক তারকা নাচে অংশ নেন। এসময় উপস্থিত ভোটার শিল্পীরাও অংশ নেন।