তাঁর মধ্যে এক শিশুসুলভ সারল্য ছিল
প্রথম আলো
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২, ১৯:৩৮
প্রয়াত পণ্ডিত বিরজু মহারাজ একাধারে নাচ, তবলা ও কণ্ঠসংগীতে সমান পারদর্শী ছিলেন। আঁকতেন ছবিও। তিনি কত্থককে শুধু ভারতেই নয়, সারা বিশ্বে নতুন পরিচয় দিয়েছেন। এর পাশাপাশি বলিউডের প্রচুর ছবিতে কোরিওগ্রাফি করে সিনেমার জগতে দিয়েছেন নতুন রং।
নৃত্যের এই কিংবদন্তি শিল্পীর সান্নিধ্যে গুণমুগ্ধ হয়েছেন একাধিক বলিউড তারকা। তাঁদের মধ্যে অন্যতম হেমা মালিনী ও মাধুরী দীক্ষিত। মহারাজের ভীষণ প্রিয় দুই ‘ছাত্রী’। সোমবার সকালে যখন গুরুজির মৃত্যুসংবাদ পেলেন অভিনেত্রীদ্বয়, তখন কেউই আর ধরে রাখতে পারলেন না নিজেদের। টুইটারে জ্ঞাপন করলেন শোকবার্তা। মাধুরী বরাবরই বিরজু মহারাজের প্রিয় নৃত্যশিল্পী। তিনি বিশ্বাস করতেন যে মাধুরীও মীনা কুমারী ও ওয়াহিদা রেহমানের মতো একজন দুর্দান্ত নৃত্যশিল্পী।