‘ত্রিনয়নী’ বাছুরের জন্ম ঘিরে শোরগোল
www.sangbadpratidin.in
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২, ১৯:১৮
বিস্ময় নাকি দেবতার জন্ম? ছত্তিশগড়ের রাজনন্দগাঁওতে অদ্ভুত দর্শন বাছুরের জন্ম ঘিরে বিজ্ঞান এবং ধর্মীয় বিশ্বাসের জোর টানাপোড়েন। তিন চক্ষুবিশিষ্ট ওই বাছুরকে (Three-eyed cow) শিবরূপে পুজো করছেন অনেকেই। তবে বিজ্ঞানীদের দাবি, এটি জন্মগত ত্রুটি ছাড়া কিছুই না।
রাজনন্দগাঁওয়ের এক বাসিন্দার বাড়িতে অন্তঃসত্ত্বা জার্সি গরু ছিল। মকর সংক্রান্তিতে সকাল ৭টা নাগাদ সন্তান জন্ম দেয় সে। তবে বাছুরের জন্মের পরই হতচকিত হয়ে যান প্রায় সকলেই। আর অবাক হবে না-ই বা কেন? কারণ, সদ্যোজাত বাছুরের তিনটি চোখ। নাকের ছিদ্রও দু’টি নয়। একেবারে চারটি।
- ট্যাগ:
- জটিল
- অন্তঃসত্ত্বা
- বাছুর
- অন্তঃসত্ত্বা নারী