You have reached your daily news limit

Please log in to continue


একসময় রাত কাটাতেন গাছতলায়! আর এখন...

বলিউডের কিংবদন্তি গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। ষাটের দশকে তিনি মুম্বাইয়ে পা রাখেছিলেন। কিন্তু ক্যারিয়ারের শুরুটা মোটেই সহজ ছিল না তার। সারাদিন কাজের সন্ধানে মায়ানগরীর রাজপথে ঘুরতেন। রাত হলে কখনও কোনও বারান্দা, কখনও বা কোনো করিডোর, মাঝে মাঝে আবার গাছতলায় ঘুমিয়ে পড়তেন। আজ সেই লড়াকু মানুষটির ৭৭তম জন্মদিন।

বিশেষ এ দিনে ফিরে দেখা যাক তার অতীত। জানা যাক, কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কীভাবে তিনি বলিউডের মতো এত বড় একটি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন। ২০০৬ সালে হিন্দুস্তান টাইমসকে দেওয়া পুরনো এক সাক্ষাৎকারে জাভেদ আখতার জানিয়েছিলেন, কখনও কোনও বারান্দা, কখনও বা কোনো করিডোর, মাঝে মাঝে আবার গাছের তলায় ভিড়ের মধ্যে রাত কাটিয়েছেন তিনি। তার মতো আরও অনেক বেকার মানুষ রাত কাটাতো সেখানে। এরপর ১৯৬৯ সালে জাবেদ আখতার এমন একটি কাজ পান, যার ফলে তার জীবনের মোড় ঘুরে গিয়েছিল। মুম্বাইতে শুরুর পাঁচটা বছর খুবই কষ্টে কাটিয়েছেন তিনি। এরপর ১৯৬৯ সালে অভিনেতা সালমান খানের বাবা সেলিম খানের সঙ্গে জুটি বাঁধেন। লিখতে শুরু করেন একের পর এক সুপারহিট ছবির সংলাপ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন