‘আল্ট্রা’ শ্রেণিতে ১৪.৬ ইঞ্চির ট্যাব লাইনআপে আনছে স্যামসাং?
নিজস্ব ট্যাব লাইনআপে সম্ভবত ‘আল্ট্রা’ মডেল যোগ করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। প্রযুক্তি বাজারে গুজব রটেছে, ১৪.৬ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে ‘আল্ট্রা’ মডেলের গ্যালাক্সি এস৮ ট্যাবে, থাকবে নচ।
আসন্ন গ্যালাক্সি এস৮ লাইনআপে প্রথমবারের মতো ‘আল্ট্রা’ মডেল যোগ হওয়ার খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট উইনফিউচার। সাইটটি বলছে, আসন্ন এস৮ লাইনআপে যোগ হবে আরো দুটি মডেল, ‘বেইজ মডেল’ ট্যাব এস৮ এবং মাঝারি দামের এস৮ প্লাস।
উইনফিউচারের দাবি, ফ্ল্যাগশিপ ‘আল্ট্রা’ মডেলটিতে থাকতে পারে ২৯৬০ বাই ১৮৪৮ পিক্সেলের ১৪.৬ ইঞ্চির ডিসপ্লে, এর রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এ ছাড়াও ১২ মেগাপিক্সেল ক্যামেরাবাহী ‘নচ’ থাকবে ট্যাবটিকে। অন্যান্য ফিচারের মধ্যে থাকবে ১৬ জিবি র্যাম এবং ৫১২ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা, ব্যাটারি হবে ১১ হাজার ২০০এমএইচ।
- ট্যাগ:
- প্রযুক্তি
- গ্যালাক্সি ট্যাব
- ট্যাব
- স্যামসাং