You have reached your daily news limit

Please log in to continue


টাটার নতুন চমক সাফারি ডার্ক এডিশন

নতুন বছরে গাড়িপ্রেমীদের জন্য সুখবর দিলো টাটা মোটরস। সোমবার (১৭ জানুয়ারি) টাটা সাফারি ডার্ক এডিশনের চাকা ঘুরতে চলেছে। 

বিলাসবহুল এই গাড়ির কালো রঙে আভিজাত্য ফুটে উঠেছে দারুণভাবে। গাড়িটির একটি ভিডিও টিজার সামনে আসতে না আসতেই গাড়িপ্রেমীদের আলোচনায় জায়গা করে নিয়েছে এটি। 

কোম্পানির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ১৬-সেকেন্ডের ভিডিওতে গাড়ির সামনের বনেটটি দেখানো হয়েছে। অন্যান্য ডার্ক এডিশনের মতোই টাটা সাফারি ডার্ক এডিশনেও কালো-আউট ফ্রন্ট গ্রিল রয়েছে। তবে ডার্ক এডিশনের আদলে টাটা সাফারিতে অভ্যন্তরীণ ও বাহ্যিক অনেক পরিবর্তন দেখা যেতে পারে।

টাটা সাফারি ডার্ক এডিশনের ইঞ্জিন

টাটা সাফারি ডার্ক এডিশনের ইঞ্জিন সম্পর্কে কথা বললে, এর ডিজেল ইঞ্জিনটি ১৬৮ বিএইচপি শক্তি এবং ৩৫০ এনএম পিক টর্ক জেনারেট করতে সক্ষম। এছাড়াও এতে ৬-স্পিড ম্যানুয়াল এবং ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন