![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-01%252F0aa54a9f-74f4-4961-8bbf-f2312ed6fdce%252F74457380_443073183302206_8572640158200100536_n.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
রোববার বাদে...
টেবিলের ওপরে সাজানো পাঁচটি কেক। লোভাতুর দৃষ্টিতে সেগুলোর দিকে তাকিয়ে আছেন শিল্পা শেঠি। তাঁর আর তর সইছিল না। বড় কেকটি থেকে একটা টুকরো তুলে মুখে পুরলেন তিনি। তাঁর অভিব্যক্তি বলে দিল সেটা বেশ সুস্বাদু।
শিল্পা শেঠির ইনস্টাগ্রাম মানেই দেখা যাবে যোগব্যায়ামের ছবি। বলিউডের এই অভিনেত্রীর গড়ন বলে দেয়, নিয়ম করে শরীরের যত্ন নেন তিনি। কিন্তু গতকালের ভিডিওটি ভিন্ন। সেই ভিডিও বলছে, ফিটনেস ঠিক রাখেন মানে তিনি স্বাদের খাবার ছুঁয়ে দেখেন না, তা নয়। পুরো সপ্তাহ ডায়েট মানলেও রোববার ব্যতিক্রম। এদিন তাঁর ছুটি। তাই ইচ্ছেমতো খাওয়া তাঁর চাই–ই চাই। এদিন কোনো নিয়মনীতির বালাই নেই। ক্যালরির কথা তিনি এদিন যেন মনেই রাখেন না। শুধু তাই নয়, প্রতি রোববারই নানা স্বাদের খাবার চেখে দেখেন শিল্পা। আর ব্যাপারটা জানান দেন ভক্তদের।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর, ৩ মাস আগে
১ বছর, ৪ মাস আগে
১ বছর, ৫ মাস আগে
১ বছর, ১১ মাস আগে
২ বছর, ৬ মাস আগে
২ বছর, ৬ মাস আগে
২ বছর, ৬ মাস আগে