ভ্যাকসিন নিলেও ওমিক্রনের যে লক্ষণ দেখা দিতে পারে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২, ১০:২৩

করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে এবার দেখা যাচ্ছে, করোনা আক্রান্তদের মধ্যে উপসর্গ মৃদু থেকে মাঝারি। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, করোনার দুটি ভ্যাকসিন গ্রহণের কারণে সবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে।


এ কারণেই করোনা কিংবা ওমিক্রনে আক্রান্তদের শরীরে মৃদু উপসর্গ দেখা দিচ্ছে। নিয়মমাফিক ওষুধ গ্রহণ ও আইসোলেশনে থাকার মাধ্যমে অনেকেরই দ্রুত কোভিড মুক্তি ঘটছে।


 

তবে ভ্যাকসিন গ্রহণের পরও করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যাওয়ার বিষয়টি নিয়ে অনেকই দুশ্চিন্তাগ্রস্ত। যদিও চিকিৎসকরা বারবারই বলছেন, ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে শরীর মারণঘাতী এই ভাইরাসের সঙ্গে মোকাবিলা করতে পারবে। অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোই এই ভ্যাকসিনের কাজ।


অনেকেই টিকা গ্রহণের পর স্বাস্থ্যবিধি মানেননি কিংবা মাস্ক পরেননি। এসব কারণে দুটি টিকা নেওয়ার পরও করোনায়া আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকদের মতে, ডেল্টার তুলনায় ওমিক্রন অপেক্ষাকৃত কম সক্রিয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও