কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চিকিৎসা যেন সেবায় নিহিত থাকে

জাগো নিউজ ২৪ ড. মাহবুব হাসান প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২, ০৯:৪৮

আমরা যা কিছু নতুন করতে চাই তার মান বা উচ্চতাকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করে তুলতে চাই। এই চাওয়াটা আমাদের ঘাটতিকে উঁচুতে তুলে আনার এক অনন্য স্বপ্নের আশা থেকে জাত হয়েছে। তার মানে আমরা স্বপ্ন দেখতে জানি এবং আমরা সেই সব স্বপ্ন বাস্তবায়নের চেষ্টাও করি। সে-সব চেষ্টার বেশকিছু প্রকল্পের রূপায়ণ হয়েছে/হচ্ছে এবং আরও কিছু স্বপ্নে কাজ হাতে নিচ্ছে সরকার এবং সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও।


এই যে বেসরকারি প্রতিষ্ঠান রাজনৈতিক ওয়াদাদানকারীদের বাইরে থেকে নিজেদের ব্যক্তিগত প্রণোদনায়-উদ্যোগে গড়ে তুলতে চাইছে এমন কিছু সেবাদানের প্রকল্প, যা আমাদের ধনবান ব্যবসায়িক সম্প্রদায়ের চেতনায় ছিল। বেসরকারি স্তর থেকেও যে ধনবান না হয়েও যে সেবাদানের আয়োজন করা যায় বোধহয় তার প্রথম ও প্রধান প্রণোদনাকারীর নাম ডা. ইবরাহিম, যিনি দেশের প্রথম স্বাপ্নিক—ডায়াবেটিস হাসপাতাল সৃষ্টি করে দেখিয়েছেন যে স্বপ্ন রচনায় অর্থ প্রয়োজন হয় বটে, তবে অর্থ ছাড়াও ইচ্ছা ও প্রবল আকাঙক্ষা বাস্তবায়নে সব থেকে বেশি প্রয়োজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও