টাঙ্গাইল-৭ উপনির্বাচন: ৬ গুণ বেশি ভোট পেয়ে নৌকার জয়
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ চার হাজার ৫৯ ভোট।
রবিবার (১৬ জানুয়ারি) রাতে এ নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা ইভিএমে ভোটগ্রহণ হয়।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকের মো. জহিরুল ইসলাম জহির পেয়েছেন ১৬ হাজার ৭৭৩ ভোট। অন্যান্য প্রার্থীর মধ্যে স্বতন্ত্র নুরুল ইসলাম মোটরযান প্রতীকে দুই হাজার ৪৩৬, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী হাতুড়ি প্রতীকে এক হাজার ৪৫ ও বাংলাদেশ কংগ্রেস পার্টির শ্রীমতি রূপা রায় চৌধুরী ডাব প্রতীকে পেয়েছেন ৪৩৮ ভোট। এর আগে বিকাল ৪টার দিকে গোলাম নওজব চৌধুরী ভোট বর্জন করেন।
- ট্যাগ:
- রাজনীতি
- নৌকা প্রতীক
- উপনির্বাচন
- জয়লাভ
- আওয়ামী লীগ