![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-01%252F77f9403b-724c-47f4-b783-0409901278f4%252FbKash_cash_bonus_on_remittance.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
বিকাশে প্রবাসী আয় পাঠালে মিলবে ৩.৫% প্রণোদনা
www.prothohttps:
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২, ২০:৪৮
বিদেশ থেকে বিকাশের মাধ্যমে প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠালে অতিরিক্ত ১ শতাংশ প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে মুঠোফোনে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ।
ফলে বিকাশে প্রবাসী আয় পাঠালে সরকারের ঘোষিত আড়াই শতাংশ প্রণোদনার সঙ্গে বাড়তি ১ শতাংশ মিলে মোট সাড়ে ৩ শতাংশ প্রণোদনা পাবেন বিকাশ ব্যবহারকারীরা।