নারায়ণগঞ্জে ৫০ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
রোববার ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টার দিকে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, ‘আজ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, টাঙ্গাইল-৭ সংসদীয় আসনের উপনির্বাচন এবং পাঁচটি পৌরসভায় ভোট গ্রহণ হয়েছে। সব জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।
‘নির্বাচন কমিশন কন্ট্রোল রুমের মাধ্যমে সব এলাকায় ভোট পর্যবেক্ষণ করা হয়েছে। এখন পর্যন্ত এ নির্বাচন নিয়ে কেউ কোনো অভিযোগ করেননি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি।’
ইসি সচিব বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর এসেছে তাতে নারায়ণগঞ্জ সিটিতে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে। টাঙ্গাইল-৭ আসনে ভোট পড়েছে প্রায় ৩০ শতাংশ। এর বাইরে পাঁচ পৌরসভায় ভোট পড়েছে প্রায় ৬০ শতাংশ।’