You have reached your daily news limit

Please log in to continue


আর্জেন্টাইন গোলকিপার মার্তিনেজের ওপর আস্থা নেই ক্লাবের

গত রাতে বেশ বাজে একটা ভুল করেছেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেসের এক ফ্রি কিক আটকাতে গিয়ে গুবলেট পাকিয়ে ফেলেন কয়েক মাস আগেই কোপা আমেরিকার শিরোপা জেতা এই গোলকিপার। গত মৌসুমে যেমন অসাধারণ খেলে বিশ্বের অন্যতম সেরা গোলকিপারের কাতারে চলে গিয়েছিলেন, চলতি মৌসুমে মার্তিনেজের জঘন্য পারফরম্যান্স সেই অসাধারণ খেলার নজিরগুলোকে দূরের কোনো আবছা স্মৃতি বানিয়ে দিচ্ছে যেন।

যে কারণে গোলকিপার বদলাতে পারে ইংলিশ ক্লাবটা। দলবদল বিষয়ক নির্ভরযোগ্য স্প্যানিশ সাংবাদিক মাতেও মোরেত্তো জানিয়েছেন, স্প্যানিশ গোলকিপার সের্হিও রিকোকে পিএসজি থেকে দলে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ভিলা। দলবদলটা হয়ে গেলে অ্যাস্টন ভিলায় মার্তিনেজের ভবিষ্যৎ একটু হলেও অনিশ্চিত হয়ে পড়বে, স্বাভাবিক। তবে মার্তিনেজকে স্বস্তি দিতে পারে আরেকটি খবর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন