You have reached your daily news limit

Please log in to continue


আন্দোলনকারীদের তোপের মুখে উপাচার্য, পরে আইসিটি ভবনে অবরুদ্ধ

সিলেটে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ রোববার বেলা পৌনে তিনটার দিকে তিনি উপাচার্য ভবন থেকে বের হয়ে ডিনদের এক সভায় যাওয়ার সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়েন।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও কর্মকর্তার দাবি, আন্দোলনরত শিক্ষার্থীরা হঠাৎ করেই উপাচার্যকে লাঞ্ছিত করার চেষ্টা চালান। এ সময় উপাচার্যের সঙ্গে থাকা কয়েকজন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী তাঁকে আগলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে নিয়ে যান।
তবে আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য, উপাচার্যকে লাঞ্ছিত করার কোনো ঘটনা ঘটেনি। তাঁকে দেখে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি মেনে নেওয়ার জন্য স্লোগান দিয়ে পথ অবরোধ করেছিলেন। উপাচার্যসহ কয়েকজন শিক্ষক এখন আইসিটি ভবনের ভেতরে আছেন। বাইরে আন্দোলনরত শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন