অনিয়মের নির্বাচন ফিরুক নিয়মের ছন্দে
ইউনিয়ন পরিষদের পাঁচ দফা নির্বাচনে সহিংসতায় ১০০ জনের মতো মানুষের মৃত্যু হয়েছে। তা ছাড়া অনিয়মে জর্জরিত ছিল এসব নির্বাচন। এখন অনিয়মই যেন বাংলাদেশের নির্বাচনের নিয়মে পরিণত হয়েছে। বেশ কিছু বছর ধরে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের নামে কথিত নির্বাচন চলতি মহামারির মতোই রূপ পাল্টাচ্ছে। আমাদের চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছু করার নেই; যখন খোদ নির্বাচন কমিশন বলছে যে নির্বাচনে হানাহানি আর মৃত্যুর জন্য তারা দায়ী নয়।
অবশ্য এমন বক্তব্য অতীতে আর কোনো নির্বাচন কমিশন থেকে শোনা যায়নি। কারণ, নির্বাচন পরিচালনা মানেই হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ভোট গ্রহণের তারিখের পর ৪৮ ঘণ্টা পর্যন্ত নির্বাচনসংক্রান্ত সব কার্যক্রম ও শান্তিশৃঙ্খলার পরিবেশ বজায় রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের।