You have reached your daily news limit

Please log in to continue


শান্তিপূর্ণ ভোট শেষ, ফলের অপেক্ষা

উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে উত্তেজনাপূর্ণ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট। এবার ভোট গণনার পালা। ইভিএমে ভোট হওয়ায় কয়েক ঘণ্টার মধ্যে জানা যাবে, কে হচ্ছেন নারায়ণঞ্জ শহরের পরবর্তী মেয়র।

রোববার সকাল ৮টায় ১৯২টি কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ। শান্তিপূর্ণভাবে চলা ভোট শেষ হয় বিকেল ৪টায়।

নারায়ণগঞ্জ শহরে ২৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন পুরুষ ও ২ লাখ ৫৭ হাজার ১১১ জন নারী ভোটার এবং ৪ জন ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন। ভোট কত শতাংশ পড়েছে তা তাৎক্ষণিক জানাতে পারেনি নির্বাচন কমিশন।

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে ফলের অপেক্ষা আছে প্রার্থীদের মধ্যে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয় থেকে প্রচার করা হবে নির্বাচনের বেসরকারি ফল।

পৌষের শীত সকালেই কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের উপস্থিতি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটকেন্দ্রগুলোতে তা আরও বাড়ে। শেষ সময়ে এসেও প্রায় প্রতিটি কেন্দ্রে দেখা যায় দীর্ঘ লাইন। কোথাও কোথাও ছিল ভোটারদের উপচেপড়া ভিড়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন