গুণীজনের কদর কোথায়?
নিকোলা টেসলা (Nikola Tesla) একজন সার্বিয়ান আমেরিকান। তিনি উদ্ভাবক, তড়িৎ প্রকৌশলী, যন্ত্র প্রকৌশলী এবং ভবিষ্যবাদী; যিনি আধুনিক পরিবর্তী তড়িৎ প্রবাহ ও তারবিহীন তড়িৎ পরিবহন ব্যবস্থা আবিষ্কারের জন্য সর্বাধিক পরিচিত।
১৮৫৬ সালের ১০ জুলাইয়ে তার জন্ম। স্মিলিয়ান, অস্ট্রিয় সাম্রাজ্যে (বর্তমান ক্রোয়েশিয়া) তিনি জন্মগ্রহণ করেন এবং সেখানেই তার স্কুল কলেজ। তারপর বিশ্ববিদ্যালয়ে পড়তে যান আমেরিকায়। আমেরিকাতে গিয়ে হয়ে যান আমেরিকান।
১৯২৬ সালে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘যখন বেতার পুরোপুরি প্রয়োগ করা শুরু হবে তখন সমগ্র পৃথিবী একটি বিশাল মস্তিষ্ক রূপে রূপান্তরিত হবে। আমরা একে অপরের সাথে যত দূরেই থাকি না কেন মুহূর্তের মধ্যেই যোগাযোগ করতে সক্ষম হব। শুধু এই টেলিভিশন ও টেলিফোনের মাধ্যমে হাজার হাজার মাইলের মধ্যবর্তী দূরত্বে থাকা সত্ত্বেও আমরা এমনভাবে একে অপরকে দেখতে ও শুনতে পাব যেন আমরা মুখোমুখি হয়ে দেখছি ও কথা বলছি। আমাদের বর্তমান টেলিফোন ব্যবস্থা একদিন এমন হবে যে, আমরা একে পকেটে বহন করতে সক্ষম হব।’