বাড়িতেই মাশরুম চাষ করার উপায়
করোনাকালে চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন হাই প্রোটিনযুক্ত ডায়েটের। মাশরুম হাই প্রোটিনযুক্ত একটি খাবার। আবার হজমও হয় তাড়াতাড়ি। প্রোটিন ছাড়াও এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজপদার্থ। আর এই মাশরুমের চাষপদ্ধতিও খুব সহজ।
বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু মাশরুম চাষের জন্য খুবই উপযোগী। মাশরুম চাষের জন্য না লাগে মাটি, না লাগে রোদ। বরং অন্ধকার ও কিছুটা স্যাঁতসেতে জায়গা হলেই ভালো। স্বল্প খরচে উৎপাদিত এই মাশরুমের উপকারও অনেক। তাই সামান্য যত্নেই নিজের বাগানে কীভাবে চাষ করবেন মাশরুম জেনে নিন সে উপায়—
খাবার উপযোগী মাশরুম
বাংলাদেশে সাধারণত চার জাতের খাবার উপযোগী মাশরুম চাষ হয়ে থাকে। এর মধ্যে অয়েস্টার মাশরুম বাংলাদেশে সবচেয়ে বেশি চাষ হচ্ছে। সারাবছরই এই মাশরুম চাষ করা যায় তবে শীত ও বর্ষাকালে এর ভালো ফলন হয়ে থাকে। অয়েস্টার বা ঝিনুক মাশরুম খুব অল্প জায়গার সহজেই চাষ করা যায়।
- ট্যাগ:
- লাইফ
- পরামর্শ
- ঘরোয়া উপায়
- মাশরুম চাষ