শিশুদের ওমিক্রন ঝুঁকি কীভাবে মোকাবেলা করবেন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২, ১৩:২৯

করোনাভাইরাসের ওমিক্রন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ছে, এবং সংক্রমণের ঝুঁকি আগের চেয়ে কম নয়। নিজেরা টিকা নিয়েছেন কিংবা নেননি এমন অনেক পিতা-মাতা দুশ্চিন্তায় পড়েছেন, বিশেষ করে যাদের সন্তানকে টিকা দেওয়ার বয়স হয়নি।


গত ২২ ডিসেম্বর ‘নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকায় প্রকাশিত হয়েছে শিশুদের ওমিক্রন ঝুঁকি মোকাবেলা নিয়ে একটি প্রবন্ধ। সেখানে সাংবাদিক আনা ওয়াটসের মুখোমুখি হয়েছেন দুজন বিশেষজ্ঞ। সে আলোচনাটি এখানে বাংলাভাষীদের উপযোগী করে অনুবাদ করা হলো।


আলোচনায় অংশ নেওয়া বিশেষজ্ঞরা হলেন: জেনিফার নুজো জেনিফার নুজো: যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের একজন এপিডেমিওলজিস্ট বা মহামারী বিশেষজ্ঞ, তিনি সংক্রামক রোগের উপর গবেষণা করেন। নুজো ৫ এবং ৮ বছর বয়সী দুই সন্তানের মা, তারা পাবলিক স্কুলে পড়ছে এবং সম্পূর্ণ টিকা নিয়েছে।


পিটার হোটেজ ড. পিটার হোটেজ: একজন শিশুরোগ বিশেষজ্ঞ এবং যুক্তরাষ্ট্রের বেলর কলেজ অব মেডিসিনের বিজ্ঞানী। তিনি ভ্যাকসিন নিয়ে গবেষণা করছেন, এর মধ্যে রয়েছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য ‘কোরভিভ্যাক্স’ নামে একটি কোভিড-১৯ ভ্যাকসিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও