You have reached your daily news limit

Please log in to continue


৩ উপকরণে তৈরি করুন নলেন গুড়ের আইসক্রিম

নলেন গুড়ের আইসক্রিম খেয়েছেন কখনো? মাত্র ৩ উপকরণ দিয়ে ঝটপট তৈরি করা যায় নলেন গুড়ের আইসক্রিম। চলুন তবে জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন জিভে জল আনা এই পদ। রইলো রেসিপি-

উপকরণ

১. দুধ ৫০০ গ্রাম

২. নলেন গুড় (পাটালি) ২৫০ গ্রাম ও

৩. ফ্রেশ ক্রিম ২৫০ গ্রাম।

পদ্ধতি

প্রথমে একটি পাত্রে দুধ ভালো করে জ্বাল দিয়ে নিন। এ সময় চুলার আঁচ মাঝারিতে রাখবেন। দুধ ঘন হয়ে না আসা পর্যন্ত নাড়তে থাকুন। এরপর দুধে ক্রিম যোগ করুন। এর ফলে দুধ আরও ঘন হয়ে যাবে। কিছুক্ষণ পর গুড় মিশিয়ে দিন। অনবড়ত নাড়তে হবে এ সময়। যাতে গুড় গলে মিশে যায় ক্রিমে। মিশ্রণটি ঘন হয়ে এলে নামিয়ে নিন। এরপর ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রাখুন অন্তত ১২ ঘণ্টা। সারারাতের জন্য হলে বেশি ভালো হবে। মিশ্রণ জমে গেলেই তৈরি হয়ে যাবে নলেন গুড়ের আইসক্রিম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন