ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির বিরুদ্ধে ‘বিস্ফোরক’ অভিযোগ সহসভাপতির
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খানের বিরুদ্ধে কিছু ‘বিস্ফোরক’ অভিযোগ করেছেন সংগঠনের সহসভাপতি ইয়াজ আল রিয়াদ।
রিয়াদের অভিযোগ, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আল নাহিয়ান ছাত্রদলের হয়ে ধানের শীষে ভোট চেয়েছিলেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির ‘ডামি প্রার্থী’ ছিলেন আল নাহিয়ানের বাবা।
গতকাল শনিবার রাতে ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ করেন রিয়াদ। অভিযোগের বিষয়ে জানতে আল নাহিয়ানের মুঠোফোনে একাধিকবার কল করেও সাড়া মেলেনি।
আল নাহিয়ান ও লেখক ভট্টাচার্যের নেতৃত্বাধীন ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু আল নাহিয়ান ও লেখক শিগগির পদ ছাড়তে চান না বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ছাত্রলীগে অসন্তোষ রয়েছে। আল নাহিয়ানের বিরুদ্ধে রিয়াদের অভিযোগকে সেই অসন্তোষের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।