ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপাকে মানুষ
পঞ্চগড়, দিনাজপুর ও নীলফামারীতে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। তিন দিন পর সেখানে সূর্যের মুখ দেখা গেলেও বাতাস থাকায় শীতের তীব্রতা ছিল ভয়াবহ। কয়েকদিন ধরেই সন্ধ্যা ও ভোরে বাড়ির উঠোনে আগুন জ্বেলে শীত নিবারণ করতে দেখা গেছে। হাটবাজারগুলোতে দোকানপাট দেরিতে খুলেছে।
গতকাল পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। দেশের সবচেয়ে কম ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় এ উপজেলায়। এর পর দিনাজপুরে ১১ ডিগ্রি, নওগাঁর বদলগাছীতে ১১ দশমিক ৮ ডিগ্রি এবং নীলফামারীর ডিমলায় ১২ দশমিক ৩ ডিগ্রি ও সৈয়দপুরে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আবহাওয়া অফিস জানায়, সারাদেশের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এছাড়া আগামী দুই দিনে রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।