You have reached your daily news limit

Please log in to continue


করোনাজনিত অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা

করোনা সংকট পুরো বিশ্ব অর্থনীতিকেই এক ধরনের অস্থিরতার মধ্যে রেখেছে। এই ভালো তো, এই মন্দ। একটার পর একটা ভেরিয়েন্ট আসছে। বিশ্বজুড়ে তাই বইছে সীমাহীন অনিশ্চয়তা ও দুর্ভাবনার পাগলা হাওয়া। বাংলাদেশও এর বাইরে নেই। তা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি চলমান এই সংকট ভালোভাবেই সামাল দিয়ে জোর কদমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার এই সাহসী পদচারণ আন্তর্জাতিক উন্নয়ন ও আর্থিক সংস্থার নজরে পড়েছে। সর্বশেষ বিশ্বব্যাংকের ২০২২ সালের অর্থনৈতৈক পূর্বাভাসেও এই ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রমাণ মেলে।

গত বছরের জুনে সরকারের পক্ষ থেকে (জাতীয় বাজেট প্রস্তাবে) চলতি ২০২১-২২ অর্থবছরে প্রবৃদ্ধির হার ৭.২ শতাংশ হবে প্রক্ষেপণ করা হয়েছিল। কাছাকাছি সময়েই বিশ্বব্যাংক প্রক্ষেপণ করেছিল ৫.১ শতাংশ প্রবৃদ্ধির। ওই সময়ই আমরা বলেছিলাম করোনাজনিত অর্থনৈতিক স্থবিরতা থেকে উত্থানের ক্ষেত্রে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক সামর্থ্যের বিষয়টি বিশ্বব্যাংকের প্রক্ষেপণে যথাযথভাবে প্রতিফলিত হয়নি। আরো বলেছিলাম যে বছর শেষে (অর্থাৎ ২০২১-এর শেষ নাগাদ) বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের গতিধারা বিবেচনা করে তাদের এই প্রক্ষেপণ বাড়তে পারে। বাস্তবেও তাই হয়েছে। সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের ‘বৈশ্বিক অর্থনৈতিক সম্ভাবনা’ শীর্ষক এক প্রতিবেদনে তারা বলেছে, ২০২১-২২-এ প্রবৃদ্ধি ৬.৪ শতাংশ হতে পারে। তার মানে তারা আগের প্রক্ষেপণের চেয়ে ১.৩ শতাংশ বাড়িয়েছে। শুধু তা-ই নয়, তাদের প্রতিবেদনে বৈশ্বিক প্রবৃদ্ধি কমে যাওয়ার ধারার মধ্যেও বাংলাদেশের বাড়ন্ত অর্থনীতির বিবেচনায় বলা হয়েছে—‘উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ উজ্জ্বল ব্যতিক্রম হয়ে থাকবে।’

উল্লেখ্য, ২০২২ এবং ২০২৩-এ পুরো বিশ্বের প্রবৃদ্ধি কমবে বললেও বিশ্বব্যাংকের প্রক্ষেপণ অনুসারে বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়বে। আমার নিজের ধারণা, চলতি ২০২১-২২ অর্থবছরের শেষ নাগাদ প্রবৃদ্ধির হার বিশ্বব্যাংকের প্রক্ষেপিত হার ৬.৪ শতাংশের চেয়েও বেশি হবে। আমি অবাক হব না যদি আমাদের বাজেটে প্রক্ষেপিত প্রবৃদ্ধি ৭.২ শতাংশের খুব কাছাকাছিই তা হয়। তবে তা অনেকাংশ নির্ভর করছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের আক্রমণ কতটা কিভাবে সামাল দেওয়া হবে তার ওপর। বিশেষ করে সর্বশেষ এই আক্রমণের সময়ও আমরা টিকা কার্যক্রম কতটা ক্ষিপ্র এবং কৌশলের সঙ্গে চালু রেখে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা-বাণিজ্য সচল রাখতে পারব, তার ওপর অনেকটাই নির্ভর করবে এই সাফল্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন