কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে যেসব ফ্যাক্ট না জানলেই নয়

প্রথম আলো রাসেল আদিত্য প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২, ০৫:৩৩

আমি নারায়ণগঞ্জ শহরের একজন স্থায়ী বাসিন্দা। পৌরসভা থেকে শুরু করে সিটি করপোরেশনের ২০১৬ সালের মেয়র নির্বাচন খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা হয়েছে। একজন সংবাদকর্মী হিসেবেও গত ১৮ দিন বিভিন্ন প্রার্থীর প্রচার দলের সঙ্গে থেকে পুরো নগরের চিত্র দেখার সুযোগ হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতাসহ একটি ধারণা তৈরি হয়েছে এ নির্বাচন নিয়ে।


১৩ জানুয়ারি একটি দৈনিক পত্রিকা নাসিক নির্বাচনের ১০ ফ্যাক্টর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। আমি সেই বিষয়ে একটু আলোচনা করতে চাই। প্রকাশিত খবরের ১ নম্বর ফ্যাক্টরে এসেছে ওসমান পরিবারের অনুসারীদের ভোট। যদি ২০১১ সালের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত শামীম ওসমানের প্রাপ্ত ভোটকে ওসমান পরিবারের হিসেবে ধরি, তাহলে ৭৮ হাজার ভোটের অধিকারী তাঁরা। এ কথা জোর দিয়ে বলা যায়, গত ১০ বছরে তাঁদের ভোট কমেছে ছাড়া বাড়েনি। বিষয়টি পরিষ্কার করতে চাই যে এই ভোটব্যাংকের বড়জোর ৫ শতাংশ ভোট এবার নৌকায় পড়বে। ১৫-২০ শতাংশ ভোট দানে বিরত থাকবে আর দুঃখজনকভাবে বাকি ভোট হাতি মার্কা পাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও