ডাব্লিউএইচও প্রধান টেড্রোসের কথিত 'অসদাচরণের' আপত্তি জানিয়েছে ইথিওপিয়া
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইথিওপিয়ান মহাপরিচালক টেড্রোস আধানোম গেব্রিয়াসুস ইথিওপিয়ায় চলমান যুদ্ধ এবং মানবিক সংকটের তীব্র সমালোচনা করার পর, দেশটির সরকার তাঁর বিরুদ্ধে "অসদাচরণের" অভিযোগ তুলে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে একটি চিঠি পাঠিয়েছে।
চার বছর আগে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার প্রধান হিসেবে টেড্রোস আধানোম গেব্রিয়াসুসকে মনোনীত করে ইথিওপিয়া। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে ইথিওপিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগ এনে জানানো হয়, তিনি “তার দপ্তর থেকে প্রত্যাশিত প্রয়োজনীয় সততা এবং পেশাদারীত্ব পূরণ করতে পারেননি ”।
ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রক বলেছে, “তার (টেড্রোস) কাজের মাধ্যমে ক্ষতিকারক ভুল তথ্য ছড়িয়েছে, এবং ডব্লিউএইচও-এর খ্যাতি, স্বাধীনতা এবং বিশ্বাসযোগ্যতার সাথে আপোস করা হয়েছে”।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
যুগান্তর
| গাজা
১০ মাস আগে