এক দশকেও চিহ্নিত হয়নি অতিদরিদ্র

বণিক বার্তা প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২, ০৩:০৩

করোনা মহামারীর শুরুতে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছিল সরকার। তবে দরিদ্রের সঠিক তালিকা না থাকায় ১৫ লাখ পরিবারের কাছে এ অর্থ পৌঁছানো যায়নি। যদিও অতিদরিদ্রের নির্ভুল তালিকা তৈরিতে ২০১৩ সালেই একটি প্রকল্প নেয়া হয়েছিল। ব্যয় ও মেয়াদ বৃদ্ধির পরও প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি। এখন প্রকল্পের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে এলেও করোনার প্রভাবে অনেকটাই পরিবর্তন এসেছে দারিদ্র্যের হারে। তাই এ প্রকল্পের আওতায় এখন পর্যন্ত যেটুকু অগ্রগতি হয়েছে তা আগামীতে কাজে না আসার শঙ্কা তৈরি হয়েছে। ফলে ৭০০ কোটি টাকার বেশি ব্যয়ের এ প্রকল্পটি থেকে পাওয়া তথ্য কোনো কাজে আসছে না বলছেন সংশ্লিষ্টরা।


বিশ্বব্যাংকের আর্থিক সহায়তা ও কারিগরি সহায়তায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এসএমওডিআরপিএ প্রকল্প ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেজ (এনএইচডি) প্রকল্পের আওতায় দেশের অতিদরিদ্র মানুষের তালিকা তৈরির উদ্যোগ নেয় সরকার। দেশের সব খানার তথ্য সংগ্রহ করে প্রতিটি খানার আর্থসামাজিক অবস্থার ভিত্তিতে দারিদ্র্যের এ তালিকা করা হচ্ছে। জাতীয় সামাজিক সুরক্ষা কৌশলপত্রে (এনএসএসএস) সব সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে এমআইএসের মাধ্যমে এ প্রকল্পের তথ্য নেবে সরকারি বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও