চিলমারীতে ভোটের লড়াইয়ে স্বামী-স্ত্রী ও বাবা-ছেলে
ভোট লড়াই জমে উঠেছে চিলমারী। প্রতীক বরাদ্দের পর ভোটের উত্তাপ বেড়েছে দ্বিগুণ। প্রথমবারের মতো ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে কুড়িগ্রামের চিলমারী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত শুক্রবার নির্বাচন কমিশন ঘোষিত ষষ্ঠ দফায় ইউপি নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিন ছিল।উৎসবমুখর পরিবেশে উপজেলার ৫ ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে রিটার্নিং অফিসারের কাছ থেকে পছন্দের প্রতীক গ্রহণ করেন। উপজেলার ৫ ইউনিয়নে ৩২ জন প্রার্থী চেয়ারম্যান পদে, ৬৯ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে ও ১৯০ জন সাধারণ ইউপি সদস্য পদের বিপরীতে প্রতীক বরাদ্দ পেয়েছেন। ভোটের লড়াইয়ে চেয়ারম্যান পদে রানীগঞ্জ ইউনিয়নে মাঠে রয়েছেন স্বামী, স্ত্রী ও অষ্টমীর চর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়াইয়ে থাকছেন বাবা-ছেলে।রমনা মডেল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী হলেন- মো. আজগার আলী সরকার (নৌকা), মো. জোবাইদুল ইসলাম সুইট (অটোরিকশা), গাজী মো. শিবলী আকন্দ (চশমা), মো. হাবিবুর রহমান (আনারস), মো. নুর আলম (টেবিলফ্যান), মো. গালাম আশেক আকা (মোটরসাইকেল), মো. নুর-ই-ইলাহী তুহিন (ঘোড়া), মো. রাশেদুল ইসলাম রাসেদ (হাতপাখা), মো. ওবাইদুল হক হিরু (টেলিফোন)। এ ছাড়াও ১৪ জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ৫৬ জন সাধারণ সদস্য প্রতীক পান। থানাহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থীর মধ্যে আবদুর রাজ্জাক মিলন (নৌকা), মো. হালিমুজ্জামান বাবলু (আনারস), মো. হুমায়ুন কবির (মোটর সাইকেল), মো. রেজাউল কবির (চশমা), মো. মহিউদ্দিন আহমেদ (টেলিফোন), মো. আমিনুল ইসলাম (ঘোড়া), জাহেদুল ইসলাম (গামছা), জোবাইদুল ইসলাম (হাতপাখা)। এ ছাড়াও ১৮ জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ৫৪ জন সাধারণ সদস্য পদে তাদের পছন্দের প্রতীক বরাদ্দ পান। অষ্টমীর চর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়াইয়ে আছেন বাবা ও ছেলে। চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী হলেন- মো. আবু তালেব ফকির (নৌকা), নজরুল ইসলাম-১ (ঘোড়া), মো. সোহরাব হোসেন (আনারস) ও তার ছেলে নজরুল ইসলাম-২ (চশমা)। এ ছাড়াও ১০ জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ২৮ জন সাধারণ সদস্য তাদের প্রতীক বরাদ্দ পান। চিলমারী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী হলেন- মো. গয়ছল হক মণ্ডল (নৌকা), মো. আমিনুল ইসলাম (চশমা), মো. রিয়াজুল হক জোদ্দার (আনারস)। এ ছাড়াও ১২ জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ২৩ জন সাধারণ সদস্য তাদের পছন্দের প্রতীক পান। রাণীগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটের লড়াইয়ে আছেন স্বামী ও স্ত্রী। চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী- মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু (নৌকা), মো. আবদুল করিম (মোটরসাইকেল), মো. সাজেদুল ইসলাম দারোগা (আনারস), সাঈদী হাসান মিঠু (টেলিফোন), শিমুল মণ্ডল (চশমা), এরশাদুল ইসলাম (হাতপাখা), মো. আতিকুর রহমান (অটোরিকশা) ও তার স্ত্রী মোছা. জাহানারা বেগম (ঘোড়া)। এ ছাড়াও ১৫ জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ২৯ জন সাধারণ সদস্য প্রতীক বরাদ্দ পান।
- ট্যাগ:
- অন্যান্য সংবাদ