আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম রংপুর বিভাগীয় সদর দপ্তর
আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম অত্যাধুনিক রংপুর বিভাগীয় সদর দপ্তর। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটির উদ্বোধন করবেন। এনিয়ে উত্তম হাজীরহাট বিভাগীয় সদর দপ্তরে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। গতকাল দুপুরে বিভাগীয় সদর দপ্তরের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা জানান, ১৫ একর জমির উপর প্রতিষ্ঠিত ১০ তলাবিশিষ্ট এ ভবনে ১১টি বিভাগীয় দপ্তরের কার্যালয় থাকবে। এ ছাড়া মাল্টিপারপাস হলরুম, ২৪ ঘণ্টা বিদ্যুতের ব্যবস্থা, অগ্নিনির্বাপন ব্যবস্থাসহ নানা আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে এ সদর দপ্তরে। এতে করে একজন সেবাগ্রহীতা একই ছাদের নিচে তাদের কাঙ্ক্ষিত সেবা দ্রুত সময়ের মধ্যে পাবেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মো. মাসুদ রানা, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল গোফফার, রংপুর জেলা প্রশাসক আসিব আহসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.