You have reached your daily news limit

Please log in to continue


নালিতাবাড়ীতে বন্যহাতির তাণ্ডব সামাজিক বনায়নের ব্যাপক ক্ষতি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে একদল বন্যহাতি তাণ্ডব চালিয়ে বন বিভাগের সামাজিক বনায়নের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। বুধবার হতে শুরু হয়ে দুইদিনব্যাপী উপজেলার বাতকুচি বন বিটের দাওধারা কাটাবাড়ী এলাকায় এ তাণ্ডব চালায়। বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দাওধারা কাটাবাড়ী সীমান্ত এলাকার উডলট বাগানে বন্যহাতি অবস্থান করছে বলে বন বিভাগ জানিয়েছে। জানা গেছে, প্রায় ৪০/৫০টি বন্যহাতির দল খাবারের সন্ধানে উপজেলার মধুটিলা ফরেষ্ট রেঞ্জের বাতকুচি বনবিটের দাওধার কাটাবাড়ী পাহাড়ে নেমে আসে। পর্যাপ্ত খাদ্য না পেয়ে বন বিভাগের ২০১৪-১৫ অর্থবছরে রোপিত সামাজিক বনায়নের আকাশমনি গাছ শুঁড় দিয়ে পেঁচিয়ে ও পা দিয়ে মাড়িয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়। এছাড়া ২০১৯-২০ অর্থবছরে সৃজিত সুফল বাগানে তাণ্ডব চালিয়ে সদ্য রোপিত আমলকি, হরীতকী ও বহেরাসহ বিভিন্ন প্রজাতির গাছ পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে দিয়েছে। এতে প্রায় ৩০-৩৫ হেক্টর বাগানের গাছ নষ্ট করে ৮/১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে বন বিভাগ জানায়। এ ব্যাপারে বন বিভাগের মধুটিলা ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম জানান, বন্যহাতির তাণ্ডবে সামাজিক বনায়নের ব্যাপক ক্ষতি হয়েছে। এজন্য আমরা যথেষ্ট সচেতন আছি। বন্যহাতিকে নিরাপদ রেখে কীভাবে মানুষ, বন ও বাগান রক্ষা করা যায় আমরা সেই পদক্ষেপ নিচ্ছি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন