মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে শতবর্ষী ডবরখালী খাল ভরাট হয়ে যাওয়ার কারণে অর্থনৈতিক অঞ্চলের ভরাটের লোনা পানিতে গ্রাম প্লাবিত হচ্ছে। উক্ত পানি অপসারণের জন্য খাল খননের দাবিতে গতকাল সকালে চরশরতে সকাল ১১টায় এক মানববন্ধন হয়। মানববন্ধনে সাধারণ কৃষকদের উপস্থিতির পাশাপাশি মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন ৬নং ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা, একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার সালাহউদ্দিনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। চরশরতের বাসিন্দা কবির হোসেন জানান, লোনা পানির কারণে ২ একর জমিতে মসুরের ডাল, ভেণ্ডি, মরিচ ও সরিষা ক্ষেত নষ্ট হয়েছে। আগামী ২ থেকে ৩ বছর ফসল এ জমিতে হবে কিনা তা নিয়ে ঘোর দুশ্চিন্তায় রয়েছি। সরজমিন গিয়ে দেখা যায়, সাগরের লোনা পানির কারণে খালের বিভিন্ন প্রজাতির মাছ, ব্যাঙ, সাপ মারা যাচ্ছে। একদিকে এতে পরিবেশ দূষিত অন্যদিকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.