ভাঙ্গায় সাজাপ্রাপ্তসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রাম বাজার সংলগ্ন গোয়ালদী থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি মিজানুর রহমান স্বপন মাতুব্বর (৪৫), আলকাস মাতুব্বর (৩০) ও সাজাপ্রাপ্ত আসামি নাসির চোকদার (৩৫)কে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। আটককৃত মিজানুর রহমান হচ্ছে উপজেলার গোয়ালদী গ্রামের আফিল উদ্দিন মাস্টারের ছেলে এবং আলকাস মাতুব্বর উপজেলার পাঁচকুল গ্রামের রব মাতুব্বরের ছেলে। অপরদিকে সাজাপ্রাপ্ত উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের দলিল চোকদারের ছেলে। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবুল কালাম আজাদ এবং এস,আই শহীদুল্লাহ সঙ্গীয় পুলিশ নিয়ে এলাকার বাংলালিংক টাওয়ারের নিচে একটি গোপন আস্তানা থেকে এবং নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল সকালে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মিজানুর রহমান স্বপনকে ইতিপূর্বে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদারীপুর ডিবি পুলিশ গ্রেপ্তার করেছিল বলে জানান তিনি। সকালে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন জানান, এলাকায় মাদকদ্রব্যের অভায়ারন্য তৈরি হয়েছিল। তাদের গ্রেপ্তারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.