সংসদ সদস্য বিএইচ হারুন আই এইউ’র সিন্ডিকেট সদস্য মনোনীত
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য আলহাজ বজলুল হক হারুন। ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মাননীয় স্পিকার তাকে মনোনীত করেন। এ ছাড়াও মনোনীত আরেকজন হলেন ময়মনসিংহ-৭ আসনের এমপি হাফেজ মো. রুহুল আমীন মাদানী। ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বজলুল হক হারুন এমপি ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে তিনি মনোনয়ন পাওয়ায় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) সর্বস্তরের জনগণ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.