কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মাঘের শুরুতেই শৈত্যপ্রবাহ ‘আসছে’

মাঘ মাসের শুরুতে জেঁকে বসা শীতের আমেজ আরও অন্তত তিন দিন অব্যাহত থাকবে; এরই মধ্যে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৮.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। সিলেট, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১১-১৪ সেলসিয়াসের মধ্যে রয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, “মাঘের শুরুতে তাপমাত্রা কমতে থাকায় শীতের অনুভূতিও বাড়ছে। এখনও কোথাও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে না। উত্তুরে হাওয়ার সঙ্গে তাপমাত্রা কম থাকায় বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিনে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যতে পারে।”

বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন